অন্ধকার দিনের আলো শুষে নিলেই আসে রাত?
নাকি দিনের আলো থাকে না বলেই রাতে অন্ধকার নামে?
কার কারণে কার প্রস্থান;
কার কারণেই বা কার আগমন?
এসব ভেবে সময় নষ্ট করারই বা কি কারণ?


কারণ?
কারণ খুঁজতে খুঁজছেই সত্যিটা বেরিয়ে আসে;
মিথ্যে ঠেকাতে করা যায় নানা আয়োজন।
এভাবেই এগিয়ে যায় পৃথিবী; এগিয়ে যায় সভ্যতা।
আর তাই কারণ খুঁজে যেতে হবে;
কষ্ট করে হলেও।


রচনাকাল: ঢাকা, ১ নভেম্বর ২০১৯