কষ্ট আছে কি পাহাড়ের, ঝর্ণাধারার রূপে ঝরে পড়ে মাটিতে!
হিমালয়ের কষ্ট কি বরফ হয়ে জমে আছে  চূড়ায়!
আকাশের কষ্ট কি বৃষ্টি হয়ে ঝরে!
আগ্নেয়গিরির জ্বালামুখের দহন কি কষ্টের!


কষ্ট যায় না দেখা, যার পুড়ে সেই শুধু বুঝতে পারে।
যার জ্বলে সেতো সইতেই এসেছে এ পৃথিবীতে।
কষ্ট পেতেই আবেগী মন বাসা বাঁধে মগডালে;
না পারে উড়তে, না পারে নামতে।


কারো মন আরেকজনের মন পেতে চায়;
ছুঁতেই পারে না!
কেউ বা 'পড়ে পাওয়া ধন' দু'পায়ে মাড়ায়।
একজনকে যে কষ্ট দেয়, সেও কষ্ট পায় অন্যের কাছ থেকে।
অদ্ভুত দোলাচলে ঘুরছে পৃথিবী, ঘুরছে পৃথিবীর মানুষ।
আর কষ্টের বৃত্তবন্দী হয়ে চলছে সবাই।


রচনাকাল: ঢাকা, ৩১ মে ২০১৯