একদিন আমিও ছিলাম পথিক;
পথের শেষ ছিলো না জানা।
ছিলো না লোভনীয় হাতছানি;
অচেনা গন্তব্য, ছিলো না ঠিকানা।


দিন-রাত্রির আলো-আঁধারিতে
পেরিয়েছি বহু উঁচুনীচু পথ;
কতো শত নদী, কতো বালুচর,
কতো প্রান্তর, কতো মরু-পর্বত।


শেষে নিঃশেষে সবকিছু ফেলে,
থেমে যেতে হলো সমুদ্র সৈকতে;
একান্তই একা, অদেখা দৃশ্যপটে,
সময়ের হাত ধরে লীন হতে হতে।


রচনাকাল: ঢাকা, ০৫ আগস্ট ২০২০