দিনকে যদি দিন বলি আর রাতকে বলি রাত;
লীলাবতী শত্রু ভেবে করবে কুপোকাত।
রাতের বেলায় লীলাবতীর দু'চোখে ঘুম নাই;
ঝাড়বাতির রঙ্গীন আলোয় ঘর করে রোশনাই।
নৃত্যগীতে ছলাকলায় আসর করে মাত;
পূরুষরূপী পতঙ্গ সব মত্ত সারা রাত।
দিনের বেলায় আলোর ভূবন হয় না যে আর দেখা;
ঘুমের ঘোরে স্বপ্নে দেখে রবির অস্তরেখা।
সন্ধ্যা হলে ঘুম ভাঙ্গে তার সাজে রানীর সাজে;
লাবণ্য আর রূপ-যৌবন দেহের খাঁজে খাঁজে।
তার জীবনে দিনরাত্রি এমনি করেই বহে;
সাধারণের মতো সে নয় গর্ব করে কহে।
একদিন ঠিক নিভে যাবে সকল আতশবাতি;
আঁধার ঘরে কেউ হবে না তখন চলার সাথী।


রচনাকাল: ঢাকা, ২৪/০৮/২০১৮