লবণ ছাড়া যায় না রাঁধা পায়েস কিংবা তরকারি।
জীব-জীবনের জন্য লবণ অনেক বেশি দরকারি।
সেই লবণে পড়লো আবার সিন্ডিকেটের লোভী চোখ;
দাম বাড়ানোর ফন্দিফিকির আঁটছে বসে দুষ্ট লোক।
মজুদদার আর মুনাফাখোর একসাথে সব যায়  মিলে,
দেশ জননীর মানচিত্র সাপের মতোই খায় গিলে!
জনগণের কপালে ফের বাড়াতে চায় দুর্ভোগ;
কঠোরভাবে ঠেকাতে চাই সরকারি সব উদ্যোগ।
কিনবো না আর প্রয়োজনের অধিক কোনো পণ্য;
কারসাজি সব ভেস্তে যাবে এইটুকুরই জন্য।


রচনাকাল: ঢাকা, ১৯ নভেম্বর ২০১৯