লক্ষ বছর ধরে
জন্ম জন্মান্তরে
আমার আত্মার সাথে আছো তুমি মিশে।
দিশে
পাই বা না পাই,
এই সত্য জেনো সর্বদাই।
আমাকে ছেড়ো না পথে
ক্ষণিকের সাথী ভেবে; পুষ্পকরথে
নিয়ে চলো বহমান জীবনের সারথী করে।
বিশ্বাস আর ভালোবাসায় রেখো তুমি ধরে
আমার এই দুটি হাত।
দুখের দীঘল রাত
সাথে রেখো এই সাথীটিরে।
হাজার লক্ষ মানুষের ভীড়ে
খুঁজে নিয়ো যদি কখনো পিছিয়ে পড়ি।


কতো চাঁদ উঁকি দেবে তোমার রক্তিম আকাশে, নীলাম্বরী,
কতো লক্ষ নক্ষত্রের উদয় হবে!
তোমার ভুবনে ধ্রুবতারা হয়ে রবে
ক্ষুদ্রাতিক্ষুদ্র এই 'আমি';
জানো তুমি, জানে অন্তর্যামী।


রচনাকাল: মক্কা শরীফ, ০৪ আগস্ট ২০১৯