আর কতোকাল বল' এই লুকোচুরি খেলা!
এর চেয়ে ভালো হতো দিতে যদি অবহেলা।
যাকে ভালোবাসা যেতে পারে না কখনো
সংসারী হওয়া যায় তাকে নিয়ে, এটা জেনো।
সং সেজে আজীবন থাকা যায় একসাথে।
মানুষটা বেঁচে থাকে, হৃদয় বাঁচে না তাতে।
একসাথে চলাফেরা, যদিও থাকে না প্রাণ।
ঠোঁটে ঠোঁটে লেগে থাকে সুরহীন কোনো গান।
তবুও সে জীবনটায় মানুষতো একা নয়।
মেনে হোক, না মেনে হোক কেউ তার পাশে রয়।


ভালোবেসে দূরে থাকা, দূরে রাখা যাতনার।
সময় কাটে না কারো, জীবন চলে না আর।
প্রতি ক্ষণে মনে হয় এই বুঝি এলো কাছে।
মানুষটা ধুঁকে মরে, হৃদয়টা হয়তো বাঁচে!
তোমাকে হৃদয়কোণে রেখেছি মূর্তি করে।
তোমার হাজার স্মৃতি যত্নে রেখেছি ঘরে।
কতোদিন হয়ে গেলো,পাই না তোমার দেখা।
সহ্য হয় না আর দূরে থাকা একা একা।
ফিরে এসো মান ভুলে; অভিমান মুছে ফেলে।
পাবে না কখনো খুঁজে আমাকে, হারিয়ে গেলে।


রচনাকাল: ঢাকা, ১৫ নভেম্বর ২০১৮