মানিকে মানিক্য চেনে, শূকরে চেনে কচু;
বিড়ালে মৎস্য চেনে, বাঘও হয় 'মেছো'।
ছাগল খায় কাঁঠাল পাতা, কুকুরে খায় মল;
মানুষও নেকড়ে হয়, ঘোলাও করে জল।


পাগলের সব কাজই পাগলামি তো নয়;
তার কোনো কোনো কথা মূল্যবানও হয়।
মরা গরু খুঁজে ফিরে শকুনের দুই চোখ;
ছাগলের মতোই 'ঘুষ' খায় বহু লোক।


ইতিহাসে লেখা সবই সত্যি কথা নয়;
গাঁজাখুরি কথা বহু দামি লোকে কয়।
খাঁটি কথা শুনে গায়ে ফোস্কা পড়ে কারো;
বিপদে পড়লে কেহ, কারো পোয়াবারো।


এই দুনিয়ার বহু কিছু উল্টাপাল্টা লাগে;
রাত্রিকালে চোর ঘুরে, দরবেশওতো জাগে।
নিজেকে বাঁচাতে আমরা গা বাঁচিয়ে চলি;
সুযোগ নিতে সত্যিমিথ্যে কথাবার্তা বলি।


রচনাকাল: ঢাকা, ৩১ আগস্ট ২০২১।