উৎপাদনের খরচ বেশি, ধানচাষীদের মাথায় হাত।
চাষ না হলে বীর বাঙালি কেমনে খাবে লবন-ভাত!
কৃষক যদি চাষ না করেন, আমরা কেমনে বাঁচবো?
বিদেশী সব নডুলস্ খেয়ে তা-ধিন-ধিন নাচবো।
বিদেশ থেকে আসবে চিকেন, ফিশ কাটলেট, পাস্তা;
ভাত না খেলেও ব্রেড, পুডিং আর ওমলেটে হয় নাস্তা।
ও নিয়ে আর নয়কো কথা, দল বেঁধেছে সব পাজী;
উন্নয়নের রাজনীতিতে বাঁশ ঢোকানোর কারসাজি।
সিঙ্গাপুর আর দুবাই এখন করে নাতো ধানের চাষ;
রপ্তানি আর আমদানিতেই ব্যবসা ভালো বারো মাস।
গরীব লোক আর থাকবে নাকো, পাল্টে যাবে দেশ-সমাজ;
ধনী দেশের বড় লোকের খাবার মেনুই ধরবো আজ।


রচনাকাল: ঢাকা, ২২ মে ২০১৯


পাদটীকা : ধানচাষীদের উৎপাদন খরচ উঠে আসছে না বলে জাতীয় পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। সে প্রেক্ষিতে লেখা।