রাতবিরাতে তার কি যে কাজ, জানে যে তা কুকুরেও;
পাড়ায় পাড়ায় পাহারা দেয়, সন্ধ্যা কি রাত দুপুরেও।


বিড়াল জানে ইঁদুর ধরা, অন্ধকারেও চোখ জ্বলে;
ইঁদুর মেরে আসবে, যতোই ঘন্টা বেঁধে দাও গলে।


আকামকুকাম করে কারা, কারা ঘুরে কার পিছু;
রাত্রি জেগে ঘাপটি মেরে প্যাঁচা দেখে সবকিছু।


এমনি করেই নিজের কাজে জীব-জানোয়ার ব্যস্ত রয়;
মানুষ হয়েও লোভ করি, আর দুর্জনেরে রুখতে ভয়।


রচনাকাল: ঢাকা, ১১ আগস্ট ২০২০