পাখিরা উড়ে যায় যেখানে সাধ।
মানুষও পা ফেলে চলে যেতে পারে,
দূর থেকে বহুদূরে।
পাখিরা ঘর বাঁধে;
মানুষও।
পাখি গান গায়, কথা বলে;
মানুষও।
পাখিরা উড়ে যায় সঙ্গীবিহীন সহজেই;
মানুষ পারে না।
মানুষ সঙ্গীহীন বাস করে একা;
যদিও পাশেই থাকে কেউ।
পাখিরা সুখী হয়;
মানুষ পারে না।
পাখিরা মানুষ নয়;
মানুষও পাখি নয়।
তবুও মানুষ পাখি হতে চায়;
সুখী হতে চায়।


রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০১৯