মানুষ জানে না নিজেই মানুষ কি চায়;
মানুষ বুঝে না কখনো মানুষের মন।
স্থুল চাওয়াপাওয়াতেই বৃত্তবন্দী;
মানিয়ে নেওয়াতেই ব্যস্ত সবাই।
দ্রুত চলে যায় অমূল্য সময়।
বার্ধক্যে আসে বোধ মৃত্যুভীতির;
অলৌকিক পারলৌকিক শান্তির করে সন্ধান।
রিপুর তাড়না থাকে আজীবনভর;
বার্ধক্যে বেড়ে যায় ভোগের আকাঙ্খা।
বিবর্ণ জীবনে খুঁজে রঙের বৈভব;
চঞ্চল অচঞ্চল মস্তিষ্কের নার্ভ।


মানুষের মন,
আবেগের বশ সারাটি জীবন।
শান্তি খুঁজে, খুঁজে সুখ প্রথাসিদ্ধ কিংবা বাঁকা কোনো পথে।
ভালোবাসা পেতে চায়, চায় প্রেম; কেউ পায়, কেউ বা হারায়।
যার প্রেম যতোটা গভীর, তার আঘাতও হয় তীব্র ততোটাই।
মানুষ তবুও মানুষ, অন্য কোনো প্রাণী নয়।


রচনাকাল: ঢাকা, ৫ অক্টোবর ২০১৯