আমার কোনো পিছুটান নেই;
দিব্যি বসে আছি পাহাড়ের খাঁজে।
কদিন আগেই তুমি ঘুরে গেছো এই নির্জনভুমি
সঙ্গীকে সাথে নিয়ে।
আমি সমুদ্রের গর্জন শুনি;
ঝর্ণার বয়ে চলা দেখি।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনি;
শুনি না কেবল তোমার প্রিয় সম্বোধন।


এখানেই রয়ে যাবো হয়তো অনন্তকাল;
মেঘের চাদরে শুয়ে।


রচনাকাল: ঢাকা, ২৭ ডিসেম্বর ২০১৯


*এক বন্ধুর কবিতার প্রেক্ষিতে লেখা।