এ জীবনে আজ এতো ভালোবাসাবাসি;
সুখ জাগানিয়া গান, সুর অবিনাশী।
মনের আকাশে ভাসে পেঁজা পেঁজা মেঘ;
কোথা থেকে আসে এতো মধুর আবেগ!


অন্তরে জেগে উঠে বাঁশরীর সুর;
ঝর্ণাধারার মতো বাজে সুমধুর।
সমুদ্র সৈকতে তীরভাঙা ঢেউ;
আমার হৃদয়ে তোলে মনোহারী কেউ।


দূর বনে নেচে চলা হরিণীর প্রায়;
আমার হৃদয়-মনে দোলা দিয়ে যায়।
ছায়াহীন কায়া যেনো নিশীথিনী রাতে;
অভিসারে মেতে উঠে আমার আঙিনাতে।


আকাশের মতো তার চোখের তারায়,
মগ্ন নিমগ্ন হয়ে দৃষ্টি হারায়।
মন চায় তাকে শুধু বুকে টেনে নিতে;
অনন্ত প্রেম আর ভালোবাসা দিতে।


রচনাকাল: ঢাকা, ২০ আগস্ট ২০২০