আয়েশ করে পড়তে বসি প্রিয় কবির কবিতাটি।
গিন্নি বলেন,'ডিম এনে দাও। পুঁইশাক এনো দুই আটি।
পিঁয়াজ এনো কেজি দুয়েক, কাঁচা মরিচ হাফ্ কিলো।
মাছও কিন্তু আনতে হবে।' ভাবি এই কপালে ছিলো !


পড়তে বসি শেষ বিকেলে চায়ের কাপে ঠোঁট  লাগিয়ে।
গিন্নি বলেন, 'ভুলে গেছো,কাল দুপুরে নীলার বিয়ে?
উপহার তো দিতে হবে। চল' এবার মার্কেটে যাই।'
কী আর করা! গিন্নি সঠিক। কেনাকাটা শেষ করা চাই।


রাতের বেলা ভাবি যখন কবিতাটা এবার পড়ি।
'রাত বারোটা বাজলো, সাহেব, তাকিয়ে দেখ' দেয়ালঘড়ি।'
গিন্নি বলেন,' ঘুমাও দেখি। কালকে তোমার অফিস আছে।'
কবিতা আর হয় না পড়া! মন মরে যায়। শরীর বাঁচে।


রচনাকাল: ঢাকা, ০৬ অক্টোবর ২০১৮