বানর ছেড়ে ধরতে মানুষ আসছে তেড়ে মাঙ্কিপক্স;
বনবাদাড়ে ঘুরছে লায়ন, গাওগেরামে বিজি ফক্স।
আফ্রিকার ঐ জঙ্গলে ভাই ছিলো যে তার শেষ  ঠিকানা;
নানান দেশে ঘুরতে এবার মাঙ্কিপক্স মেলছে ডানা।


মানুষ ধরার কল পেতেছে, ডাইনি বুড়ি ফেলছে শ্বাস;
এক শিকারে নয় তো খুশি, জনে জনে ছড়ায় ত্রাস।
হাঁসমুরগি গরুছাগল আছেন সুখে, মানুষ ভয়ে;
এই মানুষই ব্যস্ত থাকে বিশ্ব গড়ায়, দিগ্বিজয়ে।


রচনাকাল: ঢাকা, ২৩ মে ২০২২।