জনাব আবদুল্লাহ আল মামুন,
চলে যাওয়ার আগে একটু থামুন।
বলে যান, আমাদের কোথায় রেখে যাচ্ছেন !
জানি, আজ অনেক কষ্ট নিয়েই ঘুমাচ্ছেন।
প্রেম-প্রীতি-ভালোবাসা-আদর-সোহাগের নানা কথকতা,
ভদ্র পরিমিত পরিচ্ছন্ন বিনোদন, জীবনঘনিষ্ঠ বাস্তবতা,
দেশের মানুষকে দিয়েছেন। পেয়েছেনও ভালোবাসা।
আপনার মনের দৃঢ়তা ছিলো; ছিলো সুস্থ সমাজ গড়ার আশা।
নির্দেশনা দিয়েছেন মানুষ হবার, বাঙালিকে,
নাটকে, সিনেমায় কি গল্পে। মুক্তবুদ্ধিকে
দাঁড় করানোর চেষ্টা ছিলো আপ্রাণ, সহযোদ্ধাও ছিলেন অনেক।
তাঁরা রইলেন; আপনার আদর্শকে ধরে রাখবে তাঁদের বিবেক।
সুস্থ সমাজ কবে হবে; মুক্ত হবো অপসংস্কৃতি হতে? আপনার সেই 'এখনই সময়'
আজও আসলো না! তবুও আপনার সৃষ্টি কথা কয়।
যতদিন বাংলা ভাষা রবে, সাহিত্য-সংস্কৃতি রবে, বাংলাদেশ রবে;
বরেণ্য ব্যক্তিদের মাঝে আপনিও থাকবেন; আপনার ছবি কথা ক'বে।


রচনাকাল: ঢাকা, ২২ আগস্ট ২০০৮