মৃত্যুর দূত এসে বসলেন পাশে।
সুধালাম,'কোন্ প্রয়োজনে আমারই সকাশে?'
হেসে ক'ন মৃত্যুদূত, 'ছেলাম, ছেলাম;
বিখ্যাত কবি, তাই দেখতে এলাম।'
আমি বলি,' মৃত্যুর থাবা যার হাতে থাকে;
সেকি আর কবিদের খোঁজ রাখে?'
পুনরায় বললেন হেসে,'রাখি, রাখি;
আপনার কবিতা লেখার আর কতো বাকী?
শেষ হয়ে এলো বেলা;
সাঙ্গ হবে আপনার সব লীলাখেলা।
কামরূপ কামাক্ষায় আর হবে নাতো যাওয়া;
হবে নাতো আর প্রিয়তমার ঠোঁটে শেষ চুমু খাওয়া।
এবার বিদায়ের পালা আপনার।
দুকথায় লিখে যান শেষমেশ, যা কিছু বলার।'


হঠাৎ মোচড় দিয়ে উঠে বুকের বাম পাশে;
'করোনা'র ভয়ে ভয়ে থাকি, আতঙ্কে থাকি তারই ত্রাসে।
স্বপনের মাঝেও 'করোনা' দেয় হানা;
মৃত্যুর দূত নিয়ে আসেন মৃত্যু পরোয়ানা।


রচনাকাল: ঢাকা, ০৮ এপ্রিল ২০২০