একটি বছর আগে
একান্ত অনুরাগে
কাছে এসেছিলে তুমি।
আমাদের মনোভূমি
হয়ে উঠেছিলো লাল নীল আর সবুজ ফুলের বাগান;
প্রজাপতি নেচেছিলো; ছিলো ভ্রমরের গুনগুন গান।
সমস্ত পৃথিবী যেনো জেগে উঠেছিলো মাতাল সমীরণে
সেই ক্ষণে।
সুদূর আকাশে ফুটেছিলো তারা;
ঘুমহারা
হয়েছিলো চাঁদ;
জোছনা অবাধ,
ঝরেছিলো ঝিরিঝিরি ঝরণার মতো।
কতো
আনন্দে আমরা দুজন
করেছিলাম উষ্ণ আলিঙ্গন;
শরীর গিয়েছিলো মিশে শরীরের বাঁকে।
সেইসব স্মৃতি কেউ ভুলে থাকে!
তারপর থেকে প্রতিদিন প্রতিরাতে,
আমরা দুজন হংসমিথুন ছিলাম, দুজনারই সাথে।


হঠাৎ কে এলো, ঐ বৈশাখী ঝড়ের মতোন
উড়িয়ে বিজয়কেতন,
সেই আনন্দ ক্ষণে।
মনে
জন্ম নিলো অবিশ্বাস; দুজনার মাঝে গড়ে দিলো বিশাল প্রাচীর।
তোমাকে নিয়ে গেলো সেই মহাবীর
যুদ্ধ জিতে।
আবার একা হয়ে এই পৃথিবীতে
আমি বেঁচে আছি;
শোকে তাপে জর্জরিত আমার এ জীবন আজ মৃত্যুর কাছাকাছি।


রচনাকাল: ঢাকা, ১২ অক্টোবর ২০১৯