পলল বদ্বীপ আমার স্বদেশ আজ মৃত্যু-উপাত্যকা।
ঘরে বাইরে পথে প্রান্তরে কিংবা অফিসে ঢোকা
কিছুই নিরাপদ নয়- শ্বাপদসংকুল; চারদিকে নাগিনীর বিষাক্ত নিশ্বাস।
মা বাবা সন্তান বন্ধু অথবা প্রেমিক প্রেমিকা-সর্বত্র অবিশ্বাস।
লোভ আর লালসায় আত্মকেন্দ্রিক উন্মাদনায় বহুধা সমাজ।
মনুষ্যত্বহীন প্রীতিহীন বন্ধনহীন দূর্বিনীত কাজ।
ধর্মবিশ্বাস আর ব্যক্তির চিন্তার স্বাধীনতা বিরুদ্ধ ধারায়।
বিপরীত ভাবনা বন্ধু হয়ে আগের মতো পাশাপাশি আজ কি দাঁড়ায়?
আঘাত কথায় বা যুক্তিতে নয়-বুলেটে ছুরিতে। প্রতিপক্ষের জীবন নাশ।
অনিয়ম ব্যাভিচার লুন্ঠন আর সুবিচারহীনতার হবে না বিনাশ?
শহীদের রক্ত মা-বোনের সম্ভ্রম আর মুক্তিযুদ্ধের চেতনার দাম
আমরা কীভাবে দেবো! জেগে উঠ' ঘুমন্ত মানুষ। দাও শ্রম আর ঘাম।


রচনাকাল: ঢাকা, ১৪ জুন ২০১৮