'গলাচিপা'র গলা এখন অনেক মোটা হে;
বিন্দু থেকে বৃত্ত হলো 'রসের ফোঁটা' হে।
'মহিষবাথান' মহিষ ছাড়াই রঙ্গেরসে হে;
'মতিঝিলে'ও সকালবিকেল মানুষ বসে হে।


'মুক্তাগাছা'য় মুক্তা কোথায়, মন্ডামিঠাই হে;
আলাভোলার দেশ 'ভোলা' নয়,খাচ্ছে পিঠা-ই হে।
'চৌদ্দগ্রাম'এ চৌদ্দটি গ্রাম কেউ দেখেনি হে;
'পুঁটিরবিল'এর পাশেই সাগর, কেউ লেখেনি হে।


'টেকনাফ'এরই চরে চোরাবালির চোরা হে;
চোরডাকাতে হঠাৎ এসে মারবে ছোরা হে।
'চাঁপাই'এ নেই চাপাবাজি, বস্এর বাড়ি হে;
'রাজশাহী'তে 'হাড়িভাঙ্গা' আমের গাড়ি হে।


'ঘোড়ামারা'য় ঘোড়ার মুখে মূলা ঝুলায় হে;
'রেস'এর ঘোড়া 'পার্ক'এ এসে কোমর দোলায় হে।
'ছাগলনাইয়া'র মাটন কাবাব সেরা খাবার হে;
'টাঙ্গাইল'এ বাঁচে মানুষ কেমনে আবার হে।


'কড়ি' ফেলে এখন কেহ 'তেল' মাখে না হে;
নামের সাথে কামের কোনো মিল থাকে না হে।
আমিও তাই পল্টি খেতে ভালোই বাসি হে;
মনের মধ্যে বিষের কলস, মুখেই হাসি হে।


রচনাকাল: ঢাকা, ২৩ নভেম্বর ২০২২।