তোমার মাঝে পাই যে খুঁজে সাগর সেচা মুক্তো-মানিক।
ভরদুপুরে মেঘের ছায়ায় জিরিয়ে নেয়ার স্বস্তি খানিক।
লুকিয়ে থাকি অন্ধকারে তোমার ঘন কৃষ্ণ চুলে।
তোমার অতল চোখের নীলে হারিয়ে যাই নিজকে ভুলে।
রক্ত রঙিন ঠোঁটের ভাঁজে পড়ি তোমার মনের ভাষা।
তোমার বুকে খুঁজে বেড়াই পাহাড় সমান ভালোবাসা।
মৃগনাভি কস্তুরী যে সুবাস ছড়ায় নাভির মূলে।
উরুদেশের সন্ধিযোগে শরীর কাঁপে-হৃদয় দোলে।
তোমার দেহে বিলীন হয়ে আমার সকল অনুভূতি
জোছনা রাতে চাঁদের সাথে ছড়ায় লক্ষ তারার দ্যুতি।
আমার আমি তোমার মাঝেই জেগে থাকি রাত্রিদিন।
তুমি ছাড়া আমার জীবন একেবারেই মূল্যহীন।


রচনাকাল: ঢাকা, ১৭ ডিসেম্বর ২০১৮