আকাশে অনেক তারার মাঝে একটি নক্ষত্র;
মিটমিট করে জ্বলে।
ঘোর অমাবস্যার রাতে নির্ঘুম আমি;
খুঁজে ফিরি সেই নক্ষত্রের গতিপথ।
কোথায় নির্ভার আশ্রয় খোঁজে;
আকাশের কোন প্রান্তে!


আমার পৃথিবী থেকে অনেক দূরে;
মিষ্টি হাসির ফুলঝুরি আজও তার ঠোঁটের সীমানায়।


রচনাকাল: ঢাকা, ১৭ নভেম্বর ২০২০