নারী হয়ে জন্মানোয় সহজাত সুবিধা পেয়েছে নারী।
পতঙ্গের মতোই ঝাঁপিয়ে পড়ে পুরুষ; আত্মাহুতি দেয় জলন্ত উনুনে।
জীবজগতের সর্বত্রই একই চিত্রকল্প, লতাগুল্ম থেকে তাবৎ প্রাণীকূল।
কেবল মানুষের বেলায় একটু বেশিই সত্যি।


লিপস্টিকের আড়ালে থাকে ঠোঁটের তীব্র দহন;
মাসকারার আড়ালে চোখের উন্মত্ত আগুন।
টোলপড়া গালের ফেসপেকএ লুকিয়ে থাকে পুরুষের সর্বনাশ।
পুরুষ বেহায়ার মতো লটকে থাকে নারীর উষ্ণতার আশায়,
আর অলক্ষ্যে গুনতে থাকে মৃত্যুর দিনক্ষণ!


রচনাকাল: ঢাকা, ২৫ মে ২০১৯