নীল পরী তুই কোথা হতে আসলি উড়ে?
আমার মতোই তুই কি উদাস, ভবঘুরে!
আমার কোনো ঠিকানা নেই, নেই তো ঘর;
আপন মানুষ নেই তো কেহ, সবাই পর।


একটুখানি ভালোবাসা দেয় না তো কেউ।
মনের ভিতর উথালপাথাল ব্যথারই ঢেউ।
তুই কি আমার আপন হবি, কাছের হবি?
আমার সাথে মন খুলে তুই কথা ক'বি?


কাজল করে রাখবি আমায় তোর দু'চোখে?
মনের কথা, প্রাণের কথা কইবো তোকে।
সুন্দরী গো, আসবি আমার বুকের মাঝে;
পালিয়ে যাবি ভয় পেয়ে, তুই কাঁদবি লাজে?


রাগ দেখাবি, আসবি তেড়ে, মারবি নাকি?
আয় না কাছে, বুকের মাঝে আগলে রাখি।
নীল পরী তুই বসবি পাশে অনুরাগে?
তোর দেহ-মন ভরিয়ে দেবো প্রেম-সোহাগে।


রচনাকাল: ঢাকা, ২৫ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।