নিরুপমা,
সৃষ্টির অপরূপা সুষমা,
যুগ যুগ ধরে আমার মনের গভীরে রয়ে যাবে।
হৃদয়ের মনিকোঠায় তখনো পাবে
এই স্বর্ণসিংহাসন।
আমার শিমুল, পলাশ কিংবা গোলাপের বন
তোমার শরীরের ঘ্রাণ নিয়ে বেঁচে রবে লক্ষ বছর ধরে।


আত্মার পরমাত্মীয় হয়ে জন্ম-জন্মান্তরে
ভালোবেসে যাবো।
অগুনতি গ্রহ-নক্ষত্রের মাঝে ঠিকই খুঁজে পাবো
পূর্ণিমার চাঁদ।
বাঁধ
ভাঙা জোয়ারের মতো
অবিরত
আমার পৃথিবীতে আলো দেবে তুমি;
উচ্ছ্বাসে ভেসে যাবে আমার প্লাবনভূমি।


শোনো,
ক্ষণিকের মোহ নয় কোনো;
দ্যুতিময় প্রেমের ভুবনে
তোমাকেই খুঁজে পাই শুধু। সঙ্গোপনে
হৃদয়ের গহীনে বেঁধেছো বাসা;
তোমারি জন্যে আমার সব ভালোবাসা, কাঁদা-হাসা।


রচনাকাল: ঢাকা, ০৯ জুলাই ২০২০