নীতিই যখন দুর্নীতি আর ঠকবাজী হয় রাজনীতি;
শিল্পী-কবির ভাত উঠে যায়, চণ্ডালে গায় প্রেমগীতি।


তখন কথা যায় না বলা;
স্বাধীনভাবে পথে চলা;
মনের ভিতর আতঙ্ক রয়, জনারণ্যে ভয়ভীতি।
সমাজদেহে থাকে না আর ভালোবাসা সম্প্রীতি।


রচনাকাল: ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০১৯