মরি মরি!
প্রাণেশ্বরী,
কী রূপ তোমার!
রাতের আকাশের পূর্ণিমা চাঁদ মানে হার
তোমার ওই চাঁদমুখ চাঁদের কাছে।
ওই দূর চাঁদেরও কলঙ্ক আছে;
নেই নেই নেই,
তোমার তা নেই।
নিখুঁত সৌন্দর্য তোমার;
অপরূপা ফুলহার
যেনো বাগানবিলাসের পল্লবে পল্লবে।


অনুভবে
চোখ বুঁজে
খুঁজে খুঁজে
হাজার উপমা,
নিরুপমা,
তোমার ছবিতে বসাই।
সহসাই
জীবন্ত হয়ে উঠো তুমি; নেমে এসে বসো আমারই পাশে।
মধুর বসন্তে ভালোবাসা পেতে কে না ভালোবাসে!


শীত আর বসন্ত সমান আমার জীবনে;
শীতে শিশির হয়ে আমার বুকে ঝরে পড়ো ভোরে। স্বপনে
জড়িয়ে ধরো হিম হিম কুয়াশায়, রাতের খোলা আকাশের নীচে।
পরিযায়ী পাখী হয়ে ওম নেই তোমার পালক ছুঁয়ে; ছুটি পিছে পিছে।


শুধুই ভালোবাসা আর ভালোবাসা ভরা প্রেম আমাদের মনে;
বরষার বহতা নদীর মতোই তুমি আছো আমার জীবনে।


রচনাকাল: ঢাকা, ০৭ এপ্রিল ২০২০