যায় না ছোঁয়া, যায় না ধরা, নতুন ধারার প্রেম;
দূরে থেকেই কাঁদি হাসি; 'লাভ ইউ, লাভ ইউ' গেম।
কাছে গেলেই ভিলেন এসে করবে কুপোকাত;
যায় না দেখা শত্রু এমন, আতঙ্কে দিনরাত।


ফেসবুকে আর মেসেঞ্জারে ভালোবাসাবাসি;
মোবাইল ফোনে দুদিক থেকে দুজন কাছে আসি।
হাতটি ধরে, চুলটি ছুঁয়ে দেখার বড়ো সাধ;
ঠোঁট মেলে না ঠোঁটে এখন, ঘোলেই দুধের স্বাদ।


মিষ্টি কথা, তেতো কথা সবকিছু দূর থেকে;
দেখা হলেও বসি এখন মাঝখানে ফাঁক রেখে।
নাকেমুখে ঢাকনা সবার, চশমা পরা চোখে;
হাতের উপর হাত রাখা আজ ভুলেই গেছে লোকে।


আজব হলেও গুজব তো নয়, এটাই এখন রীতি;
'কাছে থাকার ভালোবাসা' অতীতকালের স্মৃতি।
কদিন আগেও এমন হলে ভেঙেই যেতো প্রেম;
দূরে থাকাই রেওয়াজ এখন, 'লাভ ইউ, লাভ ইউ' গেম।


রচনাকাল: ঢাকা, ০৮ জুলাই ২০২০