সৃষ্টির আদিতে ছিলে, বংশপরম্পরায়
মানুষের শত্রু হয়ে করো বিচরণ।
দৃষ্টির আড়ালে থেকে, ছায়াপ্রচ্ছায়ায়,
মানুষের জীবন নিয়ে খেলো আমরণ।


ছোট্ট আজব জীব, তুমি বড়ো ভয়ংকর;
বিষাক্ত সাপের মতোই করো আচরণ।
সংকটের মাঝেও মানুষ আছে তৎপর;
তোমার বিরুদ্ধে তার ধনুকভাঙা রণ।


নভেল করোনা, তোমার হবে পরাজয়;
ততোক্ষণে যাবে কিছু মানুষের জান।
হারেনি মানুষ, জেনো, হবে কিছু ক্ষয়;
সফল হবেই তার এ বাঁচার অভিযান।


রচনাকাল: ঢাকা, ২৩ মার্চ ২০২০