চোখের মনি নয়নতারা ফুটে আছিস্ পথের ধারে;
মন যুগাতে কার রূপসী, পাস্ নি খুঁজে আজও তারে?
আছিস্ বুঝি অবহেলায়? মুগ্ধ মালীর যত্নে নাকি?
মরুভূমির মরূদ্যানে কোথায় পাবি সুরের সাকী!
আসবি কাছে সব ছেড়ে তুই চোখের জ্যোতি, হীরে মানিক?
আগলে রাখি বুকের মাঝে ভালোবাসায় একটু খানিক।


রচনাকাল: মক্কা শরীফ, ১৪ আগস্ট ২০১৯