শরীরে নিয়েছো গেঁথে কার্বনের চিপস্;
হয়ে গেছো তাই অর্ধেক রোবট।
মস্তিষ্কের ক্ষমতা হয়েছে রহিত;
প্রোথিত হয়েছে তীব্র ভোগের বিলাস।
চারদিকে দেখো শুধুই অবাধ যৌনতা;
অনুভূতি নেই কোনো ষষ্ঠ ইন্দ্রিয়ের।
বিকৃতি নিয়েছে কেড়ে প্রেম ভালোবাসা;
আবেগ করে না আর আহ্বান কোনো।
চিনতে পারো না তাই ফুল, পাখী, চাঁদ;
ভুলে গেছো ভালোবাসা, প্রেম কাকে বলে!
নিশীথ রাত্রে খুঁজো বিছানার সাথী;
নগদ উষ্ণতায় ঘেমে জবুথবু।
রুচি বদলাতে ডাকো নতুন মানুষ;
শক্ত দন্ডধর কামুক পুরুষ।
আগুনে ঝাঁপিয়ে পড়ে বিলাসী পতঙ্গ;
জন্ম নেয় অবাঞ্ছিত বিকলাঙ্গ শিশু।
হতাশায় নিমজ্জিত হও অতঃপর;
বয়ে চলো অর্থহীন যান্ত্রিক জীবন।
অর্ধেক রোবট আর অর্ধেক নারী;
মায়াহীন কায়ার এক অদ্ভুত প্রাণী।


রচনাকাল: ঢাকা, ৫ অক্টোবর ২০১৯।