ওখানে উষ্ণতা নেই, নেই মধ্য দুপুরের দাপাদাপি, যেমনটি ছিলো আমার এ পর্ণকুটিরে।
সাইবেরিয়ার হিমশীতল ঠাণ্ডায় একেবারে  জমে যাবে ;
ভুলেও যেয়ো না ওখানে, ওখানে যেয়ো না তুমি।


এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহেও এখানে শীতল পাটিতে শোয়ে দিবানিদ্রা হয়;
তালের পাতার পাখায় বাতাস তো করে কেউ !
শরীর জুড়ায়; ভালোবাসায় ভরায় মন।
যান্ত্রিক সভ্যতায় কি পাবে তুমি?
আরাম-আয়েশ?
ঘড়ি ধরে ছোটাছুটি; কদর্য যৌনতায় ডুবে যাওয়া !
আমার কাছে ফিরে এসো, ফিরে এসো তুমি।
বসে আছি উষ্ণতা নিয়ে, গরম নিশ্বাসে ভাসাবে শরীর।
উড়ে যাবে ঘুড়ি হয়ে শান্তির সুনীল আকাশে;
ফিরে আসবে নাটাইয়ের টানে পুনর্বার।


ওখানে যেয়ো না তুমি, উষ্ণতা নেই;
বরফহিমে জমে যাবে, ফসিল হয়েই টিকে থাকবে মূল্যহীন অনন্তকাল।
ফিরে এসো, ফিরে এসো আলোকোজ্জ্বল আমার কুটিরে।


রচনাকাল:  ঢাকা, ১৪ মে ২০১৯।