অনন্ত প্রেম প্রীতি আর মমতায় জড়িয়ে নিয়েছি তোকে জীবনের সাথে।
বার্ধক্যের জরাব্যাধি বেড়ি পরাতে পারেনি দুই হাতে।
চোখের দৃষ্টি ঝাপসা কিনা
এখনো জানি না;
স্পষ্ট দেখি তোর অনিন্দ্য সৌষ্ঠব,
আরো তোর যা যা আছে সব
সৌন্দর্য, রূপের মহিমা।
নেই সীমা পরিসীমা
আনন্দলোকের,
নিত্যই ভ্রমণ করি তোকে নিয়ে সাথে। সুখের
মাত্রা ছাড়িয়ে গেছে কল্পনার অধিক।
ঠিক
হৃদয়ের কোনখানে বসিয়েছি তোকে, জানে অন্তর্যামী;
আমি
কিছুই জানি না।
শুধুমাত্র জানি ভালোবাসা বিনা
হয় না সাধন।
অমূল্য ধন
খুঁজে পাওয়া যায়
নিখাদ ভালোবাসায়।
বুঝতে পেরেছি শুধু দেহ থেকে দেহে,
মন থেকে মনে, প্রেম প্রীতি স্নেহে
একটি জীবন কালান্তরে আর একটিকে বাঁধে।
দুটি মন অকৃত্রিম আবেগ ঢেলে হাসে কিংবা কাঁদে।


রচনাকাল: ঢাকা, ১২ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।