অপেক্ষায় থাকি, কখন ডাকবে তুমি।
এর নাম ভালোবাসা নয়, মোহ।
তোমার আকর্ষণ আফিমের মতো আমার স্নায়ুকে করেছে নিস্তেজ;
হারিয়ে ফেলেছি ঋজু দেহ আর দ্রোহ।
আকাশে তাকিয়ে নক্ষত্র খুঁজি না আর;
সৈকতে দাঁড়িয়ে গুনি না সমুদ্রের ঢেউ।
পাহাড়ের পাদদেশে নীরবে দাঁড়াই এসে;
আমার অস্তিত্ব খুঁজে পায়নাতো কেউ।
ফাল্গুনের লাল ফুল কিংবা ঝিরঝিরে বাতাস
আমাকে টানে না তেপান্তরের পথে।
নিজেকে আড়ালে রাখি সযত্নে সর্বদা
বুঁদ হয়ে পড়ে থাকি ঘরে কোনোমতে।
মৃত মানুষের হৃদপিন্ডের মতো থেমে গেছে আমার হৃদয়;
গতিহীন শরীরের সমস্ত নীলাভ ধমনী।
অস্পষ্ট দৃষ্টিতে দেখি সম্মুখে তোমার ক্ষীণকায়া ছবি;
চমকে থমকে গেছে দুচোখের মনি।
তোমার অস্তিত্বের মাঝেই আমি হয়েছি বিলীন;
আমার আমিত্ব কবেই হয়েছে উধাও।
অপেক্ষায় থাকা শুধু
কখন কাছে এসে ভালোবাসা দাও।


রচনাকাল: ঢাকা, ০৭ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।