ফাল্গুন আসার ইঙ্গিত ফুটে উঠেছে প্রকৃতির মাঝে।
পলাশ ফুল ফুটতে শুরু করেছে, শিমুলও।
লাল কৃষ্ণচুড়া সবুজ পাতা ভেদ করে বেরিয়েছে, দুলছে মৃদুমন্দ দক্ষিণা বাতাসে।
কুয়াশা কাটতে শুরু করেছে।
শিশিরস্নাত ঘাসের ডগা সকাল হতে না হতেই সূর্যের উষ্ণ তাপে ঝরঝরে হয়ে উঠে।
ফাগুনের রক্তিম আভা বিকেল হলেই মন ভরিয়ে দেয়।
শুধু দেখা নেই তোমার, যার অপেক্ষায় শীতের কঠিন সময় কাটিয়েছি একা।
শীতের শেষে বসন্তের শুরু।
বাসন্তী রঙ শাড়ি পড়ে পুরো শহরটাই যেনো পথে বেরিয়ে পড়েছে।
হলুদিয়া পাখি বিকেল হলেই নাচতে শুরু করে বাগবাগিচায়।
সন্ধ্যে বেলায় জোড়ায় জোড়ায় কপোতকপোতির সে কী সম্মোহনী দৃষ্টি বিনিময়, যদি দেখতে !
আর কতো দেরী?
কখন আসবে তুমি?
ভুলেই গেছি কবে শেষ দেখা হয়েছিলো!
বলেছিলে ফিরে আসবে এই ফাল্গুনে।
আসো সোনা, সোনার মুকুট পরে আমার আঙিনায়।
অপেক্ষার প্রহর আর কাটে না।


রচনাকাল: ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০১৯