শুধুই কি ফিরে দেখা অতীত-জীবন;
প্রতীক্ষার প্রতিদিন, প্রতিটি লগন!
সময়ের স্র‍োতে ভেসে বিপরীত দিকে;
খুঁজে ফেরা জীবনের উৎসমুখটিকে!


সেখানে থাকে না মোহ, তাপ অনুতাপ;
থাকে না কি ভালো কিছু, থাকে না খারাপ!
অন্তরের অন্তহীন রাগ অনুরাগ;
কাঁটায় জড়ানো ফুলে ছড়ানো পরাগ!


পেছনেই খুঁজে ফেরা হিরন্ময় স্মৃতি;
দূর থেকে দেখা শুধু আত্মপ্রতিকৃতি।
আনন্দে উদ্বেলিত প্রশান্তির ছায়া;
কখনো বিষাদে নীল, জর্জরিত কায়া।


মন জুড়ে থাকা কোনো হৃদয়ের টান;
সময়ের ব্যবধানে ভেঙে খানখান।
বিজলির মতো আসা আলোকের তীর;
কুয়াশার আঁচলে ঢাকা শীতের শিশির।


তবুও তো ছুটে চলা সম্মুখপানে;
কোথায় থামতে হবে, যতি কোনখানে!
জীবন বহতা নদী, জানে তা সবাই;
সম্মুখে যাওয়া ছাড়া কোনো গতি নাই!


অতীত, অতীতই শুধু হিসেবের খাতা;
হোক না যতোই ম্লান, হোক ঝরা পাতা।
অতীত-স্মৃতির ঝাঁপি তবু আনন্দের;
জীবন চলার পথে ফিরে দেখা ফের।


রচনাকাল: ঢাকা, ১২ নভেম্বর ২০২০