অতঃপর
ভেঙে গেলো খেলাঘর।
হারালো সে, অতি যত্নের সাথে
যাকে আঁখিপাতে
আমি রেখেছিলাম ধরে।
জন্ম জন্মান্তরে
একসাথে রবো, এমনি ছিলো প্রত্যয়।
সময়
দেয়নি সত্যি হতে। সেই আকাঙ্খার মৃত্যুই হলো বুঝি!


আমি এখনো তাকেই খুঁজি
স্মৃতি আর বিস্মৃতির জমিনে হেঁটে হেঁটে,
ঘেটে ঘেটে
ফেলে আসা জীবনের পল অনুপল।
বিফল
হয়েছে সবি।
তার প্রতিচ্ছবি
সারাক্ষণ কুরে কুরে খায়।
অবেলায় হারালো কোথায়?
চলে গেলো ইচ্ছে করেই, নাকি, অন্য ভুবনে
অন্য কোনো মায়াময় হাতছানি তাকে নিলো টেনে, প্রশ্ন জাগে মনে।
অথবা আমারই ভুলে
কিংবা আমারই দেয়া আঘাতে অভিমানে সরে গেলো। তুলে
আনি সবকিছু গুনে গুনে হিসেবের খাতায়,
যা কিছুই ছিলো বাঁধা তার প্রেম, মায়া আর মমতায়।


সে আর আসবে না কোনোদিনও ফিরে।
তবুও তাকেই ঘিরে,
তারই কথা ভেবে ভেবে কেটে যাবে হয়তোবা বাকি দিনগুলো।
আমার এ জীবনও রয়ে যাবে অগোছালো,  এলোমেলো।


রচনাকাল: ঢাকা, ৩০ জানুয়ারি ২০২০