মানুষের অভিমান থাকে; ফুলেরওকি!
পাখিরাও কি অভিমান করে!
হতে পারে, আবার নাও হতে পারে।
অভিমান দেখা যায় না, বুঝাও যায় না সবসময়;
অনুভবেরই ব্যাপার।


তোমার অভিমান বুঝতে পারি, যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হও।
আমি পুড়ে ছাই হয়ে যাই, যখন তুমি অন্য কারো হাত ধরে হাঁটো।
আমার অভিমান কষ্ট হয়ে ঝরে দীর্ঘনিশ্বাসের গরম বাতাস হয়ে।
তোমার এলোচুল স্পর্শ করে কি সে বাতাস?


তুমি দুহাত বাড়িয়ে দাও; দূরে সরিয়ে দেবে না বলে প্রমিজ করো।
আমিও কথা দিই, 'তোমাকে আগলে রাখবো।'
এরপরও অভিমান হয়; তোমার, আমার, দুজনেরই।
অভিমান ভালোবাসারই রূপান্তর হয়তো!


রচনাকাল: ঢাকা , ৩১ মে ২০১৯