তুমি বড্ডো আত্মকেন্দ্রিক ছিলে;
নিজে থেকেই নিজেকে গুটিয়ে নিতে মুহুর্তেই।
আমি তোমাকে ভালোবাসতেই চেয়েছিলাম;
তোমার ঋজু অথচ জোরালো আত্মমর্যাদাবোধ আমাকে মুগ্ধ করেছিলো।
তোমার আত্ম-অহমিকাও ছিলো;
পদতলে লালপদ্ম দলিতমথিত করেছো অবলীলায়।


আজ মাঝবয়সে একাকীত্ব তোমাকে পেয়ে বসেছে নিশ্চয়ই;
পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে ভেতরটা।
অতীত স্মৃতি কষ্ট দিচ্ছে খুব;
নাকি বর্তমানের কারো অবহেলা।
আজ কার উপর এতো অভিমান তোমার;
কাকে 'অভিমান'এর পাঠ দিচ্ছো তুমি!


রচনাকাল: ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২২।