পাপেট নেচে মাত করেছে আসর;
পেছন থেকে নাচায় তাকে কে?
ভুলে গেছে সবাই নাওয়া খাওয়া;
দিনরাত্রির হিসেব-নিকেশ সব।


পাপেট নাচে, নাচে উতাল হাওয়া;
ঠাণ্ডা হিমেও সবাই ঘেমে শেষ।
ভাবছি আমি বাসবো ভালো তাকেই;
সুন্দরীকে নাচায় যে আজ রাতে।


রচনাকাল: ঢাকা, ১১ জানুয়ারি ২০২১