তুই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিস্;
আমি তোর শিয়রে বসে, জেগে আছি।
অবাক বিস্ময়ে দেখছি তোকে;
তুইও কি আমাকে স্বপ্নে দেখছিস্?


আমরা হাত ধরে হেঁটে যাচ্ছি কোন্ অচিনপুরে;
কোথায় সে আনন্দলোক!
অচিন পাখির মতো উড়ে উড়ে যাচ্ছি কোথায়;
কোন্ সে আকাশের নীড়ে!
এই পৃথিবীর চেনা পরিসর এড়িয়ে;
ভিড় ঠেলে।
অতীতের আদিম গুহায়;
নাকি নক্ষত্রের দেশে!


স্বপ্নে আর কি দেখছিস্ তুই, বল্ না?
বিড়বিড় করে কি বলছিস্?


তোর রেশমি চুলে নক্সী কাঁথা বুনিয়ে চলেছে আমার হাতের আঙুল;
ছুঁয়ে দিচ্ছে দুই ঠোঁট।
আমার উষ্ণ নিশ্বাস তোর চোখে মুখে;
তোর মুখে স্মিত হাসি।


পাশ ফিরে ঘুমিয়ে গেলি আবার!


রচনাকাল: ঢাকা, ২৭ মার্চ ২০২০