পেত্নী আমার, পাগলী আমার, আমার জীয়নকাঠি।
ঘুমের ঘোরে ভুত হয়ে যাই, নদীর ধারে হাঁটি।
নদীর ধারের বটবৃক্ষের মগডালে তার বাসা;
সেই পেত্নীর জন্যে আমার সকল ভালোবাসা।
মাঝরাতে সে হিঃ হিঃ করে হেসেই ঢলে পড়ে;
পেছন থেকে দৌড়ে এসে জড়িয়ে আমায় ধরে।
কি আর করা! আমিও তার কোমর ধরে নাচি;
তার দুঃখে কেঁদেই মরি, তার সুখেতেই বাঁচি।
সেই পাগলীর প্রেমে পড়েই আজকে আমি কবি;
দু'চোখ জুড়ে সারাটা ক্ষণ শুধুই যে তার ছবি।
জীবন আমার, মরণ আমার, পরান পাগল করা,
রাতের বেলায় স্বপ্নে আসে, দেয় না দিনে ধরা।


রচনাকাল: ঢাকা, ০৭ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।