আমি পবিত্র হতে চাই।
তোমার ভালোবাসার ঝর্ণাধারায় শরীর ভিজিয়ে আমি নির্ঝর হতে চাই;
পূতপবিত্র হতে চাই।
পাহাড়চূড়া হতে ছিটকেপড়া নুড়ি পাথরের মতো
গড়াতে গড়াতে তোমার ঝর্ণাধারার খাদে এসে আটকে গেছি আমি।
গড়িয়ে পড়ার সময় আঁকড়ে ধরতে চেয়েছি কতো না গাছের গুড়ি-শাখা প্রশাখা,নিদেনপক্ষে নলখাগড়া আর বুনো ঘাসের শিকড়।
পাইনি আশ্রয়।
ওরা ছুঁয়ে দিয়েছে আমার শরীর, চেটেপুটে নিয়েছে স্বাদ আর অসতী করেছে আমাকে।


আজ গড়িয়ে গড়িয়ে তোমার পদতলে, স্ফটিকশুভ্র পানিতে আকন্ঠ ডুবে আছি।
আমাকে আশ্রয় দাও, ভালোবাসা দাও, দাও অধিকার ভালোবাসার।
আমাকে গ্রহণ কর পবিত্রতার শপথ নিয়ে।
আমাকে পবিত্র কর, অশুচি থেকে রক্ষা কর আমাকে।


রচনাকাল: ঢাকা, ২৫ এপ্রিল ২০১৯