অনেক তো দেখা হলো;
অনেক তো চাখা হলো পৃথিবীর রূপরস।
আনন্দভূবন দেখা হলো;
ক্লেদাক্ত জীবনও উম্মোচিত চোখের সম্মুখে।
এলোমেলো ভাবনা জাগরূক প্রতিনিয়ত;
মনের চোখে অদেখা দৃশ্যপটও ধরা দেয় অকপটে।


মানবিক মূল্যবোধের দেখা মিললো;
স্বার্থপরতা আর নিষ্ঠুরতার অভিজ্ঞতাও হলো বিস্তর।
পেয়েছি অনেক, দেওয়ার চেষ্টাও ছিলো;
দায় আর দায়িত্বের শেষ নেই কোনো।
এখানে সবাই স্বাবলম্বী;
কেউ নিজের ধনে, কেউ পরের ধনে।


পয়ষট্টি চলছে;
চলে যাওয়ার চমৎকার সময় এখন।
কেউ কারো জন্য অপেক্ষা করে না এখানে ;
বেশীদিন মনেও রাখে না মৃত মানুষকে।


রচনাকাল: ঢাকা, ০৭ অক্টোবর ২০২১।