এতো সুন্দর তুমি!
আমার মনোভূমি
তোমার পুষ্পিত পল্লবে
স্বর্গের উদ্যান হবে।
যখন-তখন
শিহরণ
উঠবে জেগে
প্রচন্ড আবেগে
আমার শরীরে।
যাবো ফিরে
তোমার ঠোঁটের উষ্ণতা পেতে পুনর্বার।
বারংবার
তোমাকে জড়িয়ে নেবে আমার কম্পিত বাহু
সেভাবেই, যেভাবে রাহু
জড়িয়ে রাখে পূর্ণিমার চাঁদকে ভালোবেসে।
সুখের সমুদ্রে যাবো ভেসে
প্রতি রাতে
তুমি-আমি একসাথে।


তুমি নিজেও জানো না,
তোমার নাকের ডগার ঘামে কামের বাসনা
বাসা বেঁধে আছে।
তোমার কম্পিত যুগল বক্ষে নাচে
খঞ্জনা পাখি।
নিভৃতে একাকী
তোমার মসৃণ গ্রীবায় ছোঁয়াবো আঙুল;
তোমার সুগন্ধি এলোচুল
ছড়িয়ে রবে আমার প্রশস্ত বুকে।
তোমার নাভিমূল কিংবা জঙ্ঘার পাদদেশে ঝুঁকে
নিজেকেই দেবো বিসর্জন;
শুনতে পাবে শুধু উন্মত্ত বাঘের গর্জন।
মেতে রবো আদিম উল্লাসে;
অসার নির্জীব হয়ে পড়ে রবো অবশেষে দুজনেই দুজনের পাশে।


রচনাকাল: ঢাকা, ০৮ নভেম্বর ২০২০