ডাকাত যাদের ধরার কথা তারাই যদি ডাকাত পালে;
রুই-কাতলা কেমন করে পড়বে ধরা কারেন্ট  জালে!
জালের ফাঁসে লটকে রবে মলা-ঢেলা-খলসে মাছ;
দূর্বাঘাস কি বাঁচতে পারে, বেড়ে উঠলে বটের গাছ!


টেবিল-টকের গলাবাজের লম্বা গলা, লম্বা ঠ্যাং;
রাজা-উজির মেরে মেরেই বীর সাজে সব কুয়ার ব্যাঙ।
চায়ের কাপে ঝড় তুলে রোজ, কাজকর্মে বেজায় ভয়;
কল্কি টেনেই আরাম খুঁজে, স্বপ্নে করে বিশ্ব জয়।


জুয়া খেলেই হারবে মানুষ, হারিয়ে যাবে সকল   পুঁজি;
ধন্য হবে মানবজীবন, গরুর চোনা খেয়েই বুঝি!
গরু খেয়েই, শূকর খেয়েই চলছে জিতে বুদ্ধিমান;
মানবাত্মা ধুলায় লুটায়, ঘুরে বেড়ায় সাত আসমান।


আমি তো ভাই নস্যি, সেসব দস্যি লোকের নাকের কাছে;
তাদের পাশে বসবো আমি, আম ধরে কি আমড়া গাছে!
শুয়ে-বসে শুঁয়োপোকায় সবুজ পাতা ফোকলা করে;
পরের গাছের আম কুড়াবো জৈষ্ঠ্য মাসের ঘুর্ণিঝড়ে।


রচনাকাল: ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২১।