তোমার জীবনে দাওনি আমায় এতোটুকুন স্থান।
তাই বলে আমার নেই কোনো রাগ কিংবা অভিমান।
শুধুই প্রাপ্তির হিসেব কষে ভালোবাসাবাসি;
সে আমার বেলায় কখনো সত্যি নয়। কান্না-হাসি
যতো কিছু, দুঃখ অথবা সুখ,
চোখের কোণায় বৃষ্টি ঝরার অসুখ,
সমস্তই একান্ত আমারই থাক্।
তোমার বাগানে ফুলেরা হাসুক। চারুবাক
সাথীটিকে নিয়ে আনন্দে থাকো আনন্দভুবনে।
আমি সঙ্গোপনে
হৃদয়ে দিয়েছি যাকে ঠাঁই
তার নাম-ঠিকানাই
আজীবন জেনে যাবো আমার শেষ গন্তব্য বলে।
তাই বলে হুটহাট করে কখনো যাবো না চলে
তোমার ত্রিসীমায়। আমার অস্তিত্ব জুড়ে তুমি রবে।
আমার গল্পে কবিতায় শুধু তোমারই নাম লিখা হবে
আমার নামের পাশে। তোমার-আমার এপিটাফ হাজার বছর ধরে
স্মরণীয় করে রেখে দেবে আবেগী মানুষ ভালোবাসা ভরে।
নাইবা রইলে তুমি আর এজীবনে আমার হয়ে।
বেঁচে রবে পৃথিবীতে অনন্তকাল শুধু আমারই পরিচয়ে।


রচনাকাল: ঢাকা, ০৭ ডিসেম্বর ২০১৮