পেঁজা তুলোর মতো সাদা মেঘ হয়ে উড়ে তোমার ভালোবাসা;
শরতের নীল আকাশে।
শীতে শিশির হয়ে মুক্তোর দানার মতো গড়িয়ে পড়ে আমার পৃথিবীতে;
রসে রসে সিক্ত হয় ঊষর মৃত্তিকা।
সবুজ পাতার ডগা ভরে যায় সোনালী ফসলে;
কুড়াতে থাকি শস্যকণা নবান্নের উৎসবে।


আবার ফিরে যাও পরিযায়ী পাখি হিমালয়ের কোনো গিরিখাঁজে;
কালবৈশাখীর গর্জনে কাঁপতে থাকে আমার বসন্তদিন।


রচনাকাল: ঢাকা, ৩ অক্টোবর ২০১৯।