কোনো এক সন্ধ্যায়
মিষ্টি সুগন্ধি মৌ মৌ করে রবে বাতাসে আর রজনীগন্ধায়।
তুমি পথ বেয়ে ফিরে আসবে আবার আমার ফুলের বাগানে।
সে কার ভালোবাসার টানে,
সেকি আর আমি জানি!
মানি,
আমার উপর নেই তোমার কোনো অনুযোগ।
তবুও তো দুর্ভোগ
পোহায়েছো ঢের।
ফের
দেখা হলে ক্ষমা চেয়ে নেবো।
বিনিময়ে কিছু না কিছু তো দেবো,
হতে পারে ভালোবাসা।
এতোটুকু আশা
থাকতেই পারে। পারে না কি?
অধীর অপেক্ষায় পথ চেয়ে থাকি।


রচনাকাল: ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০১৯